তপসিয়া মোড়ে উল্টে গেল সরকারি বাস! আহত অন্তত ১০

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: মঙ্গলবার সকালে শহরে বাস দুর্ঘটনা। তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। অন্তত দশজন যাত্রী আহত হয়েছেন এই দুর্ঘটনায়। বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কেউ নিহত হননি।

জানা গিয়েছে, বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। বাসের পিছন দিকের জানলার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। গেটের সামনে আটকে ছিলেন কন্ডাক্টর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন, পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে খতিয়ে দেখা যাচ্ছে সবদিক। স্থানীয় সূত্রে খবর, বাসটির সামনে একটি বাইক চলে এসেছিল। সংঘর্ষ এড়াতে বাসটি ঘোরানোর চেষ্টা করেন চালক। তখনই পাশের রেলি‌ংয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার জেরে তপসিয়া মোড়ে যানজটের সৃষ্টি হয়। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করেছে পুলিশ। যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen