বিধানসভার রুটিন স্থগিতাদেশ ফলাও করে প্রচার করে ফুটেজ খাচ্ছেন ধনখড়?

নিন্দুকেরা বলছেন, এই চিঠির মারফৎ ধনখড় সাহেব জানান দিচ্ছেন, তিনি এখনও আছেন! তাঁর বক্তৃতা বাদ দিয়ে পরের বিধানসভা নাকি শুরু করা যাবে না, এই জন্যই নাকি এই চিঠি। আবার অন্যরা বলছেন, স্রেফ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্যই এই প্রচার, যা আদতে ফাঁপা

February 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রতিবারের মত এবছরও রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু এবার ছিল একটু অন্য স্বাদ। রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করা হয়েছে, আজ, ১২ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করা হয়েছে এমনটাই টুইটারে জানিয়েছেন রাজ্যপাল।

কিন্তু রুটিন স্থগিতাদেশের চিঠি হঠাৎ এতো ফলাও করে প্রচার করলেন কেন ধনখড়? প্রশ্ন ছড়াচ্ছে নেটমহলের আনাচে কানাচে। নিন্দুকেরা বলছেন, এই চিঠির মারফৎ ধনখড় সাহেব জানান দিচ্ছেন, তিনি এখনও আছেন! তাঁর বক্তৃতা বাদ দিয়ে পরের বিধানসভা নাকি শুরু করা যাবে না, এই জন্যই নাকি এই চিঠি। আবার অন্যরা বলছেন, স্রেফ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্যই এই প্রচার, যা আদতে ফাঁপা।

রাজ্যপালের এহেন আচরণকে অভূতপূর্ব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্যপাল সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে চাইছেন, বলেন তিনি। সংবিধান ক্ষমতা অপব্যবহারের অবকাশ দেয়নি, মত বর্ষীয়ান নেতার। টুইট করে কেন এই সিদ্ধান্ত জানালেন, প্রশ্ন তুলেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen