ডবল ইঞ্জিন রাজ্যে GST আদায় কমলেও এগোচ্ছে বাংলা, বাড়ছে রাজ্যের আদায়ের পরিমাণ

আগস্ট মাসে বাংলার জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে বাংলা ওই খাতে ৪ হাজার ৪৪১ কোটি টাকা আয় করেছিল। বিগত মাসে প্রায় ২০০ কোটি টাকা বেড়ে বাংলা ৪ হাজার ৬০০ কোটি টাকা আয় করেছে।

September 2, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

দেশের মূল্যবৃদ্ধির হার কোনভাবেই ৬ শতাংশের নীচে নামছে না। দীর্ঘদিন ধরেই একই অবস্থা থমকে দেশের অর্থনীতি। জিডিপির বৃদ্ধিহারও প্রত্যাশার গণ্ডির অনেক আগেই থেমে গিয়েছে। জিএসটি সংগ্রহও খুবই হতাশাজনক, একই সঙ্গে উদ্বেগজনক। উৎসব মরশুমের আগে জিএসটি খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি আদায় কমেছে মাত্র এক মাসের মধ্যেই। চলতি বছরের জুলাই মাসে মোদী সরকার দেশজুড়ে জিএসটি খাতে ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা আয় করেছিল। ১ সেপ্টেম্বর প্রকাশিত অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে ৫ হাজার কোটি টাকা কমে তা ১ লক্ষ ৪৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

মোদী সরকারের অর্থমন্ত্রক আশাবাদী ছিল, জুলাইয়ের তুলনায় আগস্ট জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু সেগুড়ে বালি পড়েছে। বিজেপির গলা ফাটিয়ে প্রচার করা ডাবল ইঞ্জিন রাজ্যগুলি জিএসটি (GST) আদায় খাতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। মুখ থুবড়ে পড়েছে বললেই ভুল বলা হয় না। মোদীর রাজ্য গুজরাত, পিছনের দরজা দিয়ে দখল করা মহারাষ্ট্র, যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ জিএসটি আদায় খাতে ধাক্কা খেয়েছে। সেখানেই উজ্জ্বল বাংলা। বাংলায় জিএসটি খাতে প্রায় ২০০ কোটি টাকা আদায় বেড়েছে। অর্থনীতি বিরোধীদের শত আক্রমণ, মোদী সরকারের বঞ্চনার পড়েও এগিয়ে চলেছে বাংলা।

২০২২ সালের এপ্রিলের পর থেকেই জিএসটি খাতে আদায় কমছে। জুলাইতে কিছুটা বাড়লেও আগস্ট মাসে চরম ধাক্কা খেয়ে একেবারে তলানিতে জিএসটি আদায়। দেশজুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম, তার ঠিক প্রাক মুহূর্তে এই ধাক্কায় দিশেহারা অর্থ মন্ত্রক। উদ্বেগ ক্রমেই বাড়ছে। জিএসটি আদায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবথেকে বেশি হারে কমেছে। জুলাই মাসে মোদীর রাজ্য গুজরাতে ৯ হাজার ১৮৩ কোটি টাকা আদায় হলেও, আগস্টে ৫০০ কোটি টাকা কমে ৮ হাজার ৬৮৪ কোটি টাকা আদায় হয়েছে। মহারাষ্ট্রে এক মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা কমে, ১৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে আদায়ের পরিমাণ। দুমাস ধরে মহারাষ্ট্রে বিজেপি জোট সরকার চালাচ্ছে।

অন্যদিকে ক্রমেই এগিয়ে চলেছে বাংলা (West Bengal)। যেখানে শিল্প রাজ্য হিসেবে খ্যাত ডবল ইঞ্জিন রাজ্যগুলি ধাক্কা খেয়েছে, সেখানেই উল্টো পথে হেঁটে ওই খাতে বাংলায় আদায় বেড়েছে অনেকটাই। আগস্ট মাসে বাংলার জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে বাংলা ওই খাতে ৪ হাজার ৪৪১ কোটি টাকা আয় করেছিল। বিগত মাসে প্রায় ২০০ কোটি টাকা বেড়ে বাংলা ৪ হাজার ৬০০ কোটি টাকা আয় করেছে।

৩১ আগস্ট জিডিপি বৃদ্ধিহার প্রকাশ করা হয়েছে, পরিসংখ্যান একেবারেই আশাব্যাঞ্জক নয়। এবার গোদের উপর বিষ ফোঁড়া ক্রমহ্রাসমান জিএসটি আদায়ের প্রবণতা নতুন করে চিন্তা বাড়িয়েছে। যা দেশের অর্থনীতিকে ক্রমশ আঁধারে ঠেলে দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen