জুন মাসেই জিটিএ নির্বাচন, তোড়জোড় নবান্নের

আগামী মাসেই পাহাড়ে জিটিএ (GTA) নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

May 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী মাসেই পাহাড়ে জিটিএ (GTA) নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। জুনের শেষেই এই ভোট করাতে চায় নবান্ন। আর শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। শনিবার ২১ মে দার্জিলিংয়ের জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। সূত্রের খবর, আগামী ২৬ জুন নির্বাচন হতে পারে। আগামী সপ্তাহের ২৭ তারিখ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা।

প্রায় ৫ বছর পর পাহাড়ে নতুন করে জিটিএ নির্বাচন হতে চলেছে। বোর্ডের মেয়াদ শেষের পর নানা জটিলতার অজুহাতে এই নির্বাচন হয়নি। বরং প্রশাসক বসানো হয়েছিল। সেসব কাটিয়ে আগামী জুনে ভোটের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই কাজ শুরু হয়ে গিয়েছিল।

মুখ্যমন্ত্রীর ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানালেও, এই নিয়ে সংঘাতে নেমেছেন পাহাড়ের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, জিটিএ নির্বাচন এখনই চান না। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান হোক। ইতিমধ্যেই তাঁর দল পাহাড়ে রিলে অনশনে বসেছে।

যদিও, সব প্রতিকূলতা কাটিয়ে নির্বাচন করানোর উদ্দেশ্যে বদ্ধপরিকর রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen