১৫ দিনের করোনা কারফিউ মহারাষ্ট্রে

যে ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা অত্যান্ত চিন্তাজনক ৷ এখন কড়া পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি এসে গিয়েছে ৷ লকডাউন না করা হলেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি কবে ৷

April 14, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কোভিড ১৯ নিয়ে বাড়ছে উদ্বেগ। মহারাষ্ট্রে ১৫ দিনের করোনা কারফিউ ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে সরকার। মঙ্গলবার রাত ১২ টা থেকে মহারাষ্ট্র জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। জরুরি পরিষেবা কারফিউয়ের আওতায় পড়বে না। জরুরি পরিষেবার কর্মীদের জন্য গণপরিবহণও চালু থাকবে। মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। কোভিডের (Covid19) ওষুধ ও অক্সিজেনের জোগান প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন উদ্ধব। তেমন হলে ওষুধ, অক্সিজেন আনতে বিমান বাহিনীর সাহায্য চেয়েছেন মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী। রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে ১৪৪ ধারা

উদ্বব ঠাকরে জানিয়েছেন মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৷ রাজ্যের পরিস্থিতি বেশ আশঙ্কাজনক ৷ অক্সিজেনের কমতি রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টিকাকরণ প্রক্রিয়া আরও জোরকদমে বাড়াতে হবে ৷ যে ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা অত্যান্ত চিন্তাজনক ৷ এখন কড়া পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি এসে গিয়েছে ৷ লকডাউন না করা হলেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি কবে ৷ দেখে নিন কী কী বিষয়ে ছাড় দেওয়া হবে আর কোন কোন জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে ….

— মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ আগামী ১৫ দিনের জন্য পুরো রাজ্যে অকারণে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কোনও জরুরি কাজ থাকলেই তবে বাড়ি থেকে বেরনো যাবে ৷

–জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে রাজ্যে ৷ লোকাল সহ প্রাইভেট ট্রান্সপোর্ট খোলা থাকবে ৷

— ই-কমার্স ও পেট্রোল পাম্প খোলা থাকবে ৷ ব্যাঙ্কের কাজ জারি থাকবে ৷ হোটেলগুলিতে Take Away ও হোম টেলিভারি পরিষেবা খোলা থাকবে ৷

— নির্মীয়মান কর্মীদের কনস্ট্রাকশন সাইটের পাশে থাকার ব্যবস্থা করতে হবে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen