জ্ঞানবাপী বিতর্ক: আদালতে জমা পড়া মুখবন্ধ রিপোর্ট আধঘন্টায় ফাঁস কীভাবে?

জ্ঞানবাপী বিতর্কে সরগরম দেশ।

May 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্য: Hindustan Times

জ্ঞানবাপী বিতর্কে সরগরম দেশ। প্রাচীন এই মসজিদের তলায় মন্দির আছে কিনা সেই প্রশ্নে মজে এখন দিল্লি থেকে দ্রাবিড়। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই মামলার। বৃহস্পতিবার জ্ঞানবাপী মসজিদে সংগঠিত দ্বিতীয় সমীক্ষা রিপোর্ট একটি মুখবন্ধ খামে জমা দেওয়া হয় বারাণসী আদালতে। এর আধঘন্টার মধ্যেই সেই রিপোর্ট চলে এল প্রকাশ্যে। কীভাবে ফাঁস হল এই রিপোর্ট? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, মসজিদের বেসমেন্টে পদ্ম, ডমরু, ত্রিশূলের চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। আদালতের নিয়োগ করা বিশেষ কমিশনার বিশাল সিংহের রিপোর্টে দাবি করা হয়েছে, সনাতন সংস্কৃতির বিভিন্ন প্রতীক মসজিদ থেকে পাওয়া গেছে।

হিন্দু ধর্মালম্বী আবেদনকারীদের আইনজীবী অজয় মিশ্রের দাবি, এই সপ্তাহের গোড়ায় আদালত নির্দেশিত সমীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, বহু হিন্দু দেবদেবীর মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে। বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলছেন, আদালতে মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্ট জনসমক্ষে এল কীভাবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen