সোশ্যাল মিডিয়ায় হলদিয়া গামছার ঝড় তুলে একতা দিবসে ইতিহাস গড়লেন রাজবংশী সমাজ!

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৮ ই আগস্ট শনিবার হলদিয়া গামছা এবং হলুদ রঙের ছবি ফেসবুকে পোস্ট করে নজির গড়ল রাজবংশী সমাজ

August 8, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

হলদিয়া গামছা ঘাড়ে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কেউ দিচ্ছেন নিজের ছবি, কেউবা দিচ্ছেন ছেলে মেয়ের ছবি । এমনি করে রাজবংশী সমাজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হলদিয়া রঙের ঝড় তুলে একতার বার্তা দিয়ে নজির গড়ল । অনেকের মতে, একই সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে সোশাল মিডিয়ায় হলদিয়া গামছা ঘাড়ে নিয়ে ছবি পোষ্ট করা আর কোথাও দেখা যায়নি । এই ভাবেই রাজবংশী সমাজ একতা দিবস পালন করল । ছবি পোস্ট করতে ভুললোনা আট থেকে আশি, বাদ গেল না ছোট বাচ্চারাও । বেশ কিছু দিন আগে থেকে সামাজিক সংগঠন রাজবংশী যুব মঞ্চ এবং আরো অনান্য সংগঠনের পক্ষ থেকে ৮ ই আগস্ট হলদিয়া গামছা ঘাড়ে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করে রাজবংশী একতা দিবস পালন করার ডাক দেওয়া হয় । পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৮ ই আগস্ট শনিবার হলদিয়া গামছা এবং হলুদ রঙের ছবি ফেসবুকে পোস্ট করে নজির গড়ল রাজবংশী সমাজ । আর তাতে খুশি রাজবংশী যুব মঞ্চ এবং অন্যান্য সংগঠন।

রাজবংশী যুব মঞ্চের সদস্যরা জানান, আমরা ভাবতেই পারিনি একই সঙ্গে সকলে এই দিনটি হলদিয়া গামছা পরে সোশাল মিডিয়ায় ছবি দিয়ে রাজবংশীদের ঐক্যবদ্ধতা প্রকাশ করবে যা এককথায় ইতিহাস রচনা করল। তবে রাজবংশী বাদে অন্যরাও হলদিয়া গামছা পড়ে এগিয়ে এসেছেন বলে খুশি রাজবংশী যুব মঞ্চ। অবশ্য রাজবংশী যুব মঞ্চ, যারা হলদিয়া গামছা পড়ে প্রোফাইল পিকচার দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কিন্তু অনেকের হলদিয়া গামছা না থাকায়, আশা থাকলেও হলদিয়া গামছা ঘাড়ে ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় দিতে পারেনি বলে জানান, রাজবংশী যুব মঞ্চের সমর্থকরা। কেন আজকের এই দিনটিতে রাজবংশী ঐক্যবদ্ধ দিবস পালন করা হল? রাজবংশী যুব মঞ্চের তরফে জানা যায়, আজ ৮ ই আগস্ট, ৮ এবং ৮ যোগ করলে ১৬ হয়। আর এই ১৬ সংখ্যাটি রাজবংশী সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ,উদাহরণ স্বরূপ বলা যায়, রাজবংশীদের বিশহরি পূজাতেও ষোলোটিও কলার ঝুকি লাগে । তাই আজকের দিনে একতা দিবসের ডাক দেয় রাজবংশী যুব মঞ্চ সহ অন্যান্য সামাজিক সংগঠন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen