ইকোপার্কে জমে উঠেছে হস্তশিল্প মেলা, বিক্রি বাটা ছাড়াতে পারে ১০০ কোটি!

রাজ্য হস্তশিল্প মেলায় একাধিক বিক্রেতা পসরার উপরেই সাজিয়ে রেখেছেন কিউআর কোড বোর্ড।

December 7, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
ইকোপার্কে হস্তশিল্প মেলা, ছবি- রাজ বিশ্বাস/ফেসবুক

কনকনে শীত এখনও পড়ে নি, কিন্তু ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে সর্বত্র। এরই মধ্যে নিউটাউনের ইকোপার্কে (Eco Park) শুরু হয়ে গিয়েছে হস্তশিল্প মেলা (Handi crafts Fair)। ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক হল রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা হাজির হয়েছেন তাঁদের সম্ভার নিয়ে।

ইকোপার্কে হস্তশিল্প মেলা, ছবি- Sukla Das/ফেসবুক
ইকোপার্কে হস্তশিল্প মেলা, ছবি- Sukla Das/ফেসবুক
ইকোপার্কে হস্তশিল্প মেলা, ছবি- Sukla Das/ফেসবুক

অধিকাংশ বিক্রেতা এই বছর কিউআর কোড ব্যবস্থা নিয়েছে। এর ফলে খুচরোর সমস্যা প্রায় নেই। ক্রেতাদের জন্য অস্থায়ী এটিএম কাউন্টার, ডেবিট-ক্রেডিট কার্ডের পাঁচটি কাউন্টার তো আছেই, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় একাধিক বিক্রেতা পসরার উপরেই সাজিয়ে রেখেছেন কিউআর কোড বোর্ড।

ইকোপার্কে হস্তশিল্প মেলা, ছবি- Sukla Das/ফেসবুক
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen