পড়ুয়াদের মানসিক চাপ কমাতে প্রথম ই-লার্নিং ব্যবস্থার পথে হেয়ার স্কুল

এছাড়াও আলাদাভাবে অভিভাবকদেরও কাউন্সেলিং করা হবে জানিয়েছেন হেয়ার স্কুলের প্রধান শিক্ষক তপন মাইতি।

February 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার স্মার্ট ক্লাসের পথে হেয়ার স্কুল। জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এই স্কুলের সমস্ত ক্লাসে প্রথম অডিও ভিস্যুয়াল পদ্ধতিতে চলবে সামেটিভ এসেসমেন্টের সিলেবাসের পড়া। পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এবং মনোসংযোগ বৃদ্ধিতে আলাদা করে ওয়ার্কশপ করা হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও আলাদাভাবে অভিভাবকদেরও কাউন্সেলিং করা হবে জানিয়েছেন হেয়ার স্কুলের প্রধান শিক্ষক তপন মাইতি।

কম্পিউটার, সাদা স্ক্রিন এবং একটি প্রজেক্টর দিয়ে হেয়ার স্কুলে অডিও ভিস্যুয়াল ক্লাসগুলি শুরু হবে জানা গিয়েছে। সিলেবাস অনুযায়ী লার্নিং কনটেন্ট তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সব শিক্ষকদের। হলঘরে দেড়শো পড়ুয়াকে একসাথে নেওয়া যাবে এই অডিও ভিস্যুয়াল ক্লাস।

পুরনো সরকারি স্কুলগুলিতে কমছে পড়ুয়াদের সংখ্যা। তাই যুগের সঙ্গে তালমিলিয়ে হেয়ার স্কুলে প্রথম চালু করা হচ্ছে ই-লার্নিং ব্যবস্থা। রাজ্যের শিক্ষাদপ্তরও এ ধরনের উদ্যোগে উৎসাহ দিচ্ছে। এই ধরণের পড়াশোনায় পড়ুয়াদের আগ্রহ বাড়ে, সেই সঙ্গে হয় খুব আকর্ষণীয়। বেশ কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ুয়াদের মনোসংযোগ বৃদ্ধির কৌশল শেখানো হবে জানিয়েছে হেয়ার স্কুল কর্তৃপক্ষ। চাপমুক্ত পরিবেশে পড়াশোনার জন্য অভিভাবকদের দেওয়া হবে পরামর্শ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen