এক ছবিতেই ঘুচল বাইশ গজের লিঙ্গবৈষম্য! নতুন ইতিহাস লিখলেন হরমনপ্রীত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৬: রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে যখন হরমনপ্রীত কৌর নিজের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে নিলেন, তখন সেটি শুধু এক জয়ের মুহূর্ত ছিল না— এটি ছিল এক জাতির আবেগ, এক প্রজন্মের প্রেরণা। কিন্তু আসল গল্পটা লেখা হল কয়েক ঘণ্টা পর, এক নিঃশব্দ ছবিতে।
সেই ছবিতে দেখা যায় — বিশ্বজয়ী অধিনায়ক ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছেন, পাশে রাখা বিশ্বকাপ ট্রফি, গায়ে একটি টি-শার্ট যাতে লেখা, “Cricket is Everyone’s Game.” ক্যাপশনে লেখা, “Some dreams are shared by a billion people. That’s why cricket is everyone’s game.” এই কয়েকটি লাইনেই যেন ধরা পড়ল যেখানে ক্রিকেট মানে শুধু ছেলেদের নয় মেয়েদেরও খেলা।
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তদের পাশাপাশি চোখে পড়ে যায় PUMA India-রও। এই ব্র্যান্ড বহুদিন ধরেই ক্রিকেটে লিঙ্গবৈষম্যের ঘোচানোর বার্তা ছড়িয়ে আসছে। ২০২৩ সালে তারা শুরু করেছিল ক্যাম্পেইন—IndianCricketTeamCaptainHarmanpreetKaur, গুগল সার্চে মহিলা দলের অধিনায়ককে সমান স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে।
View this post on Instagram
এইবার কোনও বিজ্ঞাপনের দরকার পড়ল না। ছবিটাই হয়ে উঠল ক্যাম্পেইন। হারমানপ্রীতের ঘুমন্ত মুখ, পাশে স্বপ্নের ট্রফি, আর গায়ে ব্র্যান্ডের বার্তা এর চেয়ে সত্যি ও শক্তিশালী প্রচার আর কিছু হতে পারে না।
এই মুহূর্তে মিশে গেল পরিশ্রম, জেদ। এক নারী ক্রিকেটারের সাফল্য ছুঁয়ে গেল কোটি মানুষের হৃদয়। আর প্রমাণ করল ক্রিকেট সত্যিই সবার খেলা।