শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সৌরভ

বুধবার সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে কলকাতা পুরসভা।

December 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলেও জানা গিয়েছে। তবে এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। সৌরভ ওমিক্রন আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট।

রিপোর্ট হাতে আসার আগে তাঁকে ছাড়া না-ও হতে পারে।

প্রসঙ্গত, বুধবার সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বাড়িতে যান। তাঁর বাড়ি ও আশপাশে জীবাণুনাশক ছড়ানো হয়। সৌরভ করোনা আক্রান্ত হলেও তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত হননি বলেই খবর। তবে কোনও রকমের ঝুঁকি নিতে চায়নি পুরসভা। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায়, তাই এই পদক্ষেপ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen