Heavy Rain Alert: নিম্নচাপের ভ্রূকুটি, আজ রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। সেইমতো কলকাতায় বৃহস্পতিবারের সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জন্য শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রার বৃষ্টি চলবে। তারপর বৃষ্টিপাত কিছুটা কমলেও থাকবে নিম্নচাপের প্রভাব। সোমবার ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের কিছু জায়গায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অতিভারী বৃষ্টি চলবে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বেশি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে কিছু নিচু এলাকা। মাঠের ফসলের ক্ষতি হতে পারে এইসময়। এসব নিয়ে দপ্তর সতর্কও করেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, শুক্রবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। তার আগেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটির সঙ্গে সেটি মিশে যাবে। আজ, বৃহস্পতিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি হয়েছে ‘কমলা’ সতর্কতা। শুক্রবার কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen