সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা মৎস্যজীবীদের জন্যেও

রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, তার প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

August 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ telegraphindia

রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, তার প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী সোম থেকে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভিজবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিস্তীর্ণ অঞ্চল।

এদিকে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৮ আগস্ট ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৯ অগস্ট থেকে ১০ অগস্টের মধ্যে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে হাওয়ার বেগ। মৎস্যজীবীদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen