ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন হেমা মালিনী, কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:৩০: গত সপ্তাহে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। ৮৯ বছর বয়সি এই কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী নিজেই জানালেন স্বামীর বর্তমান অবস্থা।
সোমবার সকালে শহর ছাড়ার আগে বিমানবন্দরে দেখা যায় হেমা মালিনীকে। হাসিমুখে তিনি নামেন গাড়ি থেকে। তখনই পাপারাজ্জিরা তাঁকে প্রশ্ন করেন, “স্যার কেমন আছেন?” উত্তরে হেমা মালিনী হাতের ইশারায় জানান, “ওকে (ঠিক আছেন)।” এরপর তিনি হাতজোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকদের প্রতি।
সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “ধর্মেন্দ্রজি একদম ভালো আছেন। বয়সের কারণে নিয়মিত কয়েকটি টেস্ট করাতে হয়। প্রতিদিন আসা-যাওয়ার বদলে তিনি নিজেই ঠিক করেছেন কয়েকদিন হাসপাতালে থেকে সব টেস্ট একসঙ্গে করিয়ে নেবেন। এতে শরীরেরও কম ক্লান্তি হবে।”
অন্য এক সূত্রের বক্তব্য, “ভক্তদের চিন্তার কিছু নেই। ওঁর ছেলে সানি দেওল ও ববি দেওল নিয়মিত খবর নিচ্ছেন বাবার। সমস্ত রিপোর্ট তাঁদের জানানো হচ্ছে।”
কাজের দিক থেকে, ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছিল ‘তেরি বাতোঁ মে আঁইসা উলঝা জিয়া’ (২০২৪) ছবিতে শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে। আগামী দিনে তিনি দেখা দেবেন পরিচালক শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ ছবিতে, যেখানে অভিনয় করছেন আগস্ত্য নন্দা, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দর খের। যুদ্ধভিত্তিক এই ছবিটি প্যারাম বীর চক্র প্রাপক অরুণ খেতরপালের জীবনী অবলম্বনে তৈরি এবং মুক্তি পাবে ডিসেম্বর মাসে।
ডিসেম্বরেই ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র।