বিয়ের অনুষ্ঠানে আটায় থুতু মিশিয়ে রুটি! যোগী রাজ্যে গ্রেপ্তার অশ্লীল কাণ্ডের ‘নায়ক’

November 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১:  যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভাইরাল হল এক চাঞ্চল্যকর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এক যুবক বিয়ের অনুষ্ঠানে আটায় থুতু (Spitting) মিশিয়ে রুটি তৈরি করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত অভিযানে নামে পুলিশ এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের ভোজের জন্য রুটি (Roti) রুটি বেলার সময় তিনি ইচ্ছাকৃতভাবে আটার দলায় থুতু ফেলছেন। সেই আটা দিয়েই রুটি তৈরি করছেন। পরে সেই রুটিগুলি সেঁকে একপাশে সরিয়ে রাখছেন। ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বুলন্দশহরের পাহাসু থানা এলাকার অন্তর্গত। অভিযুক্ত দানিশ ওই এলাকারই বাসিন্দা। ভিডিওর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডঃ তেজবীর সিংহ জানিয়েছেন, “বিয়ের অনুষ্ঠানে রুটিতে থুতু ফেলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কেন সে এমন কাজ করল, তা খতিয়ে দেখা হচ্ছে” ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen