উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ: পাশের হার ৯৩.৭২ শতাংশ, মেধাতালিকায় প্রথম দশে ৬৯ জন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৩৩: পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। আজ, শুক্রবার বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬,৬০,২৬০ জন। পরীক্ষা দিয়েছে ৬,৪৫,৮৩২ জন পাশের হার ৯৩.৭২ শতাংশ। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়।
মেধাতালিকায় প্রথম দশে আছেন ৬৯ জন। এই ফলাফল কেবলমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। পাশের হারের নিরিখে প্রথমস্থানে আছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে নদিয়া। এ বছরে মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ। এছাড়াও বিজ্ঞান বিভাগে পাশের হারের ৯৮.৮ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৮.১৯ শতাংশ। কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ।
প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৬৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। ৬৮ জন বিজ্ঞান বিভাগের পড়ুয়া এবং ১ জন বাণিজ্য বিভাগের পড়ুয়া। প্রথম হয়েছেন দু’জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। তাঁরা হলেন প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়ার বাসিন্দা। মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোট দশ জন। তৃতীয় হয়েছেন এক জন। জানা গিয়েছে, আজ বেলা ২ টো থেকে ফলাফল অনলাইনে দেখা যাবে। স্কুলগুলি অনলাইনে মার্কশিট ডাউনলোড করতে পারবে।