নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক, সোমবার থেকে শুরু হচ্ছে HS Part-I পরীক্ষা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: সেমেস্টার পদ্ধতিতে প্রথমবার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে। এবার থেকে বছরে দু’বার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব। শুধুমাত্র OMR শিটে মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (MCQ) নির্ভর প্রশ্নে পরীক্ষা হবে। সেপ্টেম্বরের পর আগামী বছরের মার্চে ফের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা হবে। দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট। উচ্চমাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার, দুই সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে। সাপ্লিমেন্টারির কথাও মার্কশিটে লেখা হবে।
চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে এবার। মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ ছাত্রী। গোটা দেশে এই প্রথমবার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টা ৪৫ মিনিটে।
পরীক্ষার সময় ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী সঙ্গে রাখা যাবে না। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওএমআর শিট এবং প্রশ্নপত্র কাস্টোডিয়ানের কাছে রাখা থাকবে। পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট খুলে দেওয়া হবে। প্রশ্নপত্র এবং উত্তরপত্র পলি ল্যামিনেট করা বাক্সে রাখা থাকবে, যা সকাল ৯ টা ৪০ মিনিটে ভেন্যু সুপারভাইজারের ঘরে তা খোলা হবে। প্রশ্নপত্রের ক্ষেত্রেও দু’টি সেট-এর ব্যবস্থা করেছে শিক্ষা সংসদ। প্রথম সেট-র প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে। তবে, প্রশ্ন বাতিলের মতো ঘটনা ঘটলে দ্বিতীয় সেট ব্যবহার করা হবে।
যেদিন যে বিষয়ের পরীক্ষা, সেদিন উক্ত বিষয়ের শিক্ষককে পরিদর্শনের দায়িত্বে দেওয়া যাবে না। সিসিটিভিতে রেকর্ড করা ফুটেজ অক্টোবর পর্যন্ত ভেন্যু সুপারভাইজারকে সংরক্ষণ করে রাখতে হবে। প্রয়োজনমতো রেকর্ডিং চেয়ে পাঠানো হতে পারে।
সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং আনসার কি ওয়েবসাইট-এ প্রকাশ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য আইডি ও পাসওয়ার্ড থাকবে। শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি ও তাদের মূল্যায়ন হওয়া উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে তারা।