জালে ধারা পড়ছে টন টন ইলিশ, ওজনও ভালো

দুই মাস বন্ধ থাকার পর গত ১৫ জুন ইলিশ ধরা শুরু হয়েছে। রাজ্যের সমুদ্র উপকূল এলাকায় প্রথম দিকে কম মিললেও বুধবার থেকে ইলিশ আসতে শুরু করেছে

August 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই মাস বন্ধ থাকার পর গত ১৫ জুন ইলিশ ধরা শুরু হয়েছে। রাজ্যের সমুদ্র উপকূল এলাকায় প্রথম দিকে কম মিললেও বুধবার থেকে ইলিশ আসতে শুরু করেছে। সাগরে বৃষ্টির জলেই ধরা পড়েছে টন টন ইলিশ। গত দুই দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে ধরা পড়েছে ১২ টন ইলিশ।

আরও ইলিশ ঢুকবে বলে খবর। ধরা পড়া ইলিশের ওজনও মন্দ নয়।
বেশিরভাগ ইলিশই ৭০০ গ্রামের উপরে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনেরও ইলিশ নিলাম হয়েছে। প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় দামও কমেছে বেশ কিছুটা। যার মধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুড়ে বহু বাজারেই পাওয়া যাচ্ছে পছন্দের ইলিশ।

শ্রাবণের বৃষ্টি শুরু হতেই খুশির খবর মৎসপ্রেমীদের জন্য। প্রতি বছরই আকাশছোঁয়া থাকে এই মাছের দাম। এই বছরও ইলিশের দাম ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তবে অবশেষে স্বস্তি বেশ অনেকটাই দাম পড়তে পারে ইলিশের। টন টন ইলিশ পাওয়ায় খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। চার বছর ধরে সাগরে তেমন ইলিশ মিলছে না। গত বছর কিছু মিলেছিল। তাই এবার রাজ্য সরকার ইলিশ ধরার ওপর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত কড়া নিষেধাজ্ঞা জারি করে। এই সময়কালে ইলিশের ডিম থেকে পোনা উৎপাদিত হয়। নিষেধাজ্ঞার সময়সীমা ১৫ জুন শেষ হলে জেলেরা ট্রলার নিয়ে সাগরে নেমে পড়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen