অসমে পিপিই কিট দুর্নীতি – নাম জড়ালো হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর

রিপোর্টে দাবি করা হয়, জেসিবি ইন্ডাস্ট্রিজ আগে কোনওদিন চিকিৎসা সরঞ্জাম তৈরি করেনি। তা সত্ত্বেও এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল সরকারের তরফে।

June 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্ত্রীর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা, ছবি সৌজন্যে- টুইটার

টেন্ডার ছাড়াই একটি সংস্থাকে পিপিই কিটের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীর। এমন ঘটনাই ঘটল অসমে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইঞাঁর সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। রিনিকির সংস্থা পিপিই কিট তৈরি করে।

কোভিড অতিমারির সময়কালে যে চারটি সংস্থাকে পিপিই কিটের বরাত দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনটি সংস্থারই যোগ ছিল হিমন্তের স্ত্রীর সঙ্গে। রিপোর্টে দাবি করা হয়, কোভিড অতিমারির সময় পাঁচ হাজার পিপিই কিট সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল জেসিবি ইন্ডাস্ট্রিজকে। এই সংস্থাটি রিনিকির। কোম্পানিটিকে টেন্ডারিং প্রক্রিয়া অনুসরণ না করেই জাতীয় স্বাস্থ্য মিশন-অসম এই অর্ডার দিয়েছিল।

রিপোর্টে দাবি করা হয়, জেসিবি ইন্ডাস্ট্রিজ আগে কোনওদিন চিকিৎসা সরঞ্জাম তৈরি করেনি। তা সত্ত্বেও এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল সরকারের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen