ফিরে দেখা: ভারতের আকাশে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ইতিহাস
মধ্যপ্রদেশের ডাটিয়ার এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তিনজন বিমানকর্মী এবং চার যাত্রী সহ ওই বিমানে হঠাৎ আগুন লেগে যায়।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৩: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অতীতেও একাধিক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। দেখে নিন এক নজরে
ভারতের আকাশ সীমায় প্রথম বিমান দুর্ঘটনা:
আজ থেকে ৮৮ বছর আগে ভারতের বুকে প্রথম ঘটেছিল বিমান দুর্ঘটনা। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ফ্রান্সের পটেজ-৬২। ১৯৩৮ সালের ৭ মার্চ ভিয়েতনাম থেকে প্যারিসের দিকে যাচ্ছিল এই বিমান। মধ্যপ্রদেশের ডাটিয়ার এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সাত আরোহী বিশিষ্ট বিমানে হঠাৎ আগুন লেগে যায়। তিনজন বিমানকর্মী এবং চার যাত্রী সহ ওই বিমানে প্রথমে চালক বুঝতে পারেননি আগুন লেগেছে। বিকট শব্দে বিস্ফোরণ হয়।
স্বাধীন ভারতে প্রথম বিমান দুর্ঘটনা:
১২ জুলাই, ১৯৪৯ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আমস্টারডামগামী বিমান নয়াদিল্লি-বোম্বে পর্বের সময় খারাপ আবহাওয়ার কারণে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। এতে দশজন বিমানকর্মী সদস্য এবং ৩৫ জন যাত্রী নিহত হন। |
| ২৮ জুলাই, ১৯৬৩ ইউনাইটেড আরব এয়ারলাইন্সের ফ্লাইট ৮৬৯ (১৯৬৩) বোম্বে বিমানবন্দরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়। ৬৩ জন আরোহীর সকলেই নিহত হন। |
| ৭ জুলাই, ১৯৬২ অ্যালিটালিয়া ফ্লাইট ৭৭১ মুম্বইয়ের উত্তর-পূর্বে একটি পাহাড়ে ধাক্কা খায়। ৯৪ জন আরোহীর সকলেই নিহত হন। |
| ৩১ মে, ১৯৭৩ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৪৪০ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে থাকা ৬৫ জনের মধ্যে ৪৮ জন মারা যান। |
| ১ জানুয়ারী, ১৯৭৮ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৮৫৫ মুম্বইয়ে ভেঙে পড়ে। বিমানে থাকা ২১৩ জন আরোহীর সকলেই নিহত হন। |
| ১৯ অক্টোবর, ১৯৮৮ ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ১১৩ আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর শেষ মুহূর্তে ভেঙে পড়ে। ১৩০ জন যাত্রী নিহত হন। |
| দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোর শহরে ২০১০ সালের ২২ মে ১৬৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ১৫৮ জন মারা যান। আটজন বেঁচে যান। মৃতদের মধ্যে ১৯জন শিশুও ছিল। বোয়িং ৭৩৭ বিমানটি ম্যাঙ্গালোর বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরে হঠাৎই বিকট শব্দ হয়। ভেঙে যায় বিমানটি। |
| ২০২০ সালের ৭ আগস্ট, দুবাই-কোঝিকোড় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে টুকরো টুকরো হয়ে পড়ে। ১৮ জন প্রাণ হারান হন। |