হইচই এবার আরও ভয়ানক! ফিরছে ‘নিকষ ছায়া’ সিজন ২

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: হইচই–র দর্শকদের জন্য ফের আসছে আরও গা ছমছমে এক ভূতের গল্প। ২০২৩ সালে ‘ভূত চতুর্দশী’র আবহে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’, আর পরের বছর সেই সাফল্যের উপর ভর করে আসে তারই দ্বিতীয় অধ্যায় ‘নিকষ ছায়া’। প্রথম দু’টি পর্ব পরিচালনা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার আরও ভয়, আরও রহস্য নিয়ে ফিরছে ‘নিকষ ছায়া’ সিজন ২। তবে পরিচালকের আসনে এবার সায়ন্তন ঘোষাল। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সিরিজের শুটিং চলছে জোর তালে।
নতুন সিজনের সবচেয়ে বড় চমক হতে চলেছে ‘গেনু’ নামে এক রহস্যময় চরিত্র। অভিনয়ে পল্লব মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে চাঞ্চল্য। প্রস্থেটিক মেকআপে প্রায় চিনতেই পারবেন না অভিনেতাকে—ভ্রূহীন মুখ, ধারালো দাঁত আর ভয়ানক দৃষ্টিতে যেন এক অচেনা অমানবিক সত্তা। চরিত্রে ঢুকতে নাকি রোজ প্রায় তিন ঘণ্টা ধরে মেকআপ করতে হচ্ছে তাঁকে। ইউনিট সূত্রে জানা যাচ্ছে, এই হাঢ়িম পিশাচ অবতারের শীতল উপস্থিতি নাকি গল্পে তৈরি করবে নতুন মাত্রা।
বর্তমানে নলবন অঞ্চলে মনপ্রাণ দিয়ে চলছে শুটিং। আগের মতোই ‘ভাদুড়িমশাই’-এর ভূমিকায় থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। পাশাপাশি রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে কাজ, এবং পুরো মাসজুড়েই শুটিং চলবে বলে জানা গেছে।
যদিও নির্মাতারা এখনও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানায়নি, দর্শকরা ইতিমধ্যেই অপেক্ষায়—কবে পর্দায় ফিরবে ‘নিকষ ছায়া’-র অন্ধকার দুনিয়া। নতুন সিজন যে আগের তুলনায় আরও দমদার হতে চলেছে, তা অন্তত টিমের আভাসেই স্পষ্ট।