ডিটেকটিভ এজেন্সি দিয়ে হবু কনেদের সম্পর্কে খোঁজ নিচ্ছে পাত্রপক্ষ!

কিছুদিন আগেও বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলির তদন্তের অধিকাংশ ক্ষেত্র ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা আর্থিক জালিয়াতির কেস।

June 24, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: বিয়ের আগে হবু কনের “চরিত্র” কেমন তার খোঁজখবর নিতে এখন বিবাহের সম্পর্ক দেখা পরিবারগুলি প্রাইভেট ডিটেকটিভদের নিয়োগ করছে। কিছুদিন আগে মেঘালয়ে মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনার সামনে আসার পর, বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলির বিয়ে নিয়ে তদন্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে – বেশিরভাগ তদন্তই হচ্ছে হবু কনেদের নিয়ে।

হবু কনেদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং অতীত সম্পর্ক থেকে শুরু করে তাদে আচার আচরণ, বন্ধুদের বৃত্ত, এমনকি অপরাধমূলক কোনও রেকর্ড আছে কিনা – বিয়ের আগে এই সবকিছুই নাকি বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলির মাধ্যমে খতিয়ে দেখতে চাইছে পাত্রপক্ষ। কিছুদিন আগেও বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলির তদন্তের অধিকাংশ ক্ষেত্র ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা আর্থিক জালিয়াতির কেস।

বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলির মতে এখন তাদের কাজের ধরণ অনেক বদলে গেছে এবং এখন তাদের ক্লায়েন্টরা জানতে চাইছে, যে মহিলার সঙ্গে তাদের বিয়ের সম্পর্ক হতে চলেছে, তার জীবনের ব্যক্তিগত তথ্য যেমন – কলেজ বন্ধুত্ব, অনলাইন পোস্ট কেমন, কল রেকর্ড, এমনকি প্রাক্তন প্রেমিকদের অপরাধমূলক রেকর্ডও। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এখন তারা প্রতি মাসে ৭০ থেকে ৮০ টি এই ধরণের কেস পাচ্ছেন।

জানা যাচ্ছে, বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলি এই বিষয়ের একটি প্যাকেজও অফার করছে, যার ফি প্রায় ২৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছে নজরদারি, ডিজিটাল ফরেনসিক এবং ব্যাকগ্রাউন্ড চেক। একটি সংস্থার অফারের চেকলিস্টে পোশাকের ধরণ, কণ্ঠস্বর, বন্ধুদের গ্রুপ, প্রতিদিনের সময়সূচী এবং অনলাইনে কাটানো ঘন্টা এইসব বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এই ট্রেন্ডের পিছনে রয়েছে অপরাধমূলক কিছু সাম্প্রতিক ঘটনা যেমন – মুসকান রাস্তোগির কুখ্যাত ঘটনা – যিনি তার প্রেমিকের সঙ্গে মাইল তার স্বামী সৌরভ রাজপুতকে হত্যা করেছিলেন বলে অভিযোগ বা ইন্দোর-ভিত্তিক সোনম রঘুবংশী, যিনি তার প্রেমিকের সাথে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এককথায়, বিয়ের আগে হবু বড় বা কনের তথ্য যাচাইয়ের কেসই এখন বেসরকারি গোয়েন্দাদের পকেট ভরাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen