হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৮

January 9, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: হিমাচল প্রদেশের সিরমৌউর জেলায় ভয়ংকর দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি সোলান থেকে হরিপুর ধারের দিকে যাচ্ছিল। পাহাড়ি পথে চলার সময় আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে কয়েকশ ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়ে। পড়ার অভিঘাতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।

দুর্ঘটনার পরই খাদের ভিতর থেকে যাত্রীদের কান্না ও আর্তনাদ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে জীবনের ঝুঁকি নিয়ে খাদের নিচে নেমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হয়। আহত ১২ জনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি খাদ থেকে তোলার ব্যবস্থা করছে পুলিশ।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক গোলযোগ, নাকি চালকের অসতর্কতার কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen