মন্ত্রীর সফর ঘিরে ব্যস্ত হাসপাতাল, চিকিৎসা না পেয়ে মৃত্যু প্রাক্তন সেনার

বিহারের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে লখিসরাইয়ে বাড়ি প্রাক্তন সেনা কর্মী বিনোদ সিংয়ের।

April 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হল বিহারে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই সেনা কর্মী। ওই হাসপাতালেই পরিদর্শনে যান বিহারের স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকরা মন্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাই চিকিৎসা না পেয়ে ওই সেনা কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। যদিও হাসপাতালের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিহারের (Bihar) রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে লখিসরাইয়ে বাড়ি প্রাক্তন সেনা কর্মী বিনোদ সিংয়ের। করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মঙ্গলবার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কিন্তু সেই সময়ে ওই হাসপাতাল পরিদর্শনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। আর মন্ত্রী উপস্থিত হওয়ায় তাঁকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা পরিষেবা শিকেয় ওঠে বলে অভিযোগ। অসুস্থ বিনোদের পরিবারের তরফে বার বার তাঁকে দেখার জন্য চিকিৎসকদের কাছে অনুরোধ করা হয়। কিন্তু কে শোনে কার কথা! মন্ত্রী আগে না রোগী আগে, এই প্রশ্নের মাঝে শেষ পর্যন্ত মারাই যান বিনোদ।

বিনোদের ছেলে অভিযোগ করে বলেন, “আমার বাবা করোনা পজিটিভ ছিলেন। বেশ কয়েকটি হাসপাতালে গেলেও তাঁকে ভরতি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভরতি নিতে রাজি হয়। কিন্তু বাইরে অপেক্ষা করতে বলে। প্রায় দেড় ঘণ্টা বাবা বিনা চিকিৎসায় অপেক্ষা করছিলেন। তার পর এক সময় তাঁর মৃত্যু হয়।”

স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডেকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওই রোগীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা। কিন্তু বাঁচানো যায়নি। যে কোনও মৃত্যুই দুঃখজনক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen