সকাল থেকে অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।
পূর্বাভাস ছিলই। শুক্রবার সকাল থেকে অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায়। আজ, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার এই তাপপ্রবাহ আরও প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রির ঘরে।
তবে শনিবার-রবিবারই বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।