কীভাবে শুরু হয়েছিল প্রথম পুজো সংখ্যার পথচলা?

আগামী ছুটি উপলক্ষ্যে সুলভের একটি বিশেষ খন্ড বাহির হইবে। উত্তম কাগজ, উত্তম ছাপা। দাম কিন্তু এক পয়সা।

September 17, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হল শারদ পত্রিকা। বাঙালির পুজো ঘিরে থাকে নানান পত্রিকার পুজোসংখ্যা। পুজো উপলক্ষ্যে প্রকাশিত প্রথম পত্রিকার নাম হল ‘ছুটির সুলভ’। তবে এটি কোনও স্বাধীন পত্রিকা নয়। কেশব সেনের ভারত সভার সপ্তাহিক পত্রিকা ছিল ‘সুলভ সমাচার’। বাংলা ১২৮০ সনের দুর্গাপুজোর সময় সুলভ সমাচারের একটি সংস্করণ ‘ছুটির সুলভ’ নামে প্রকাশ পেয়েছিল। পুজোর ছুটিতে পড়া হবে, তাই নাম ‘ছুটির সুলভ’।

বলা বাহুল্য, ব্রাহ্মসমাজের পত্রিকা যেহেতু, তাই একে চিরাচরিত শারদ সংখ্যা বলা যায় না। তবে, পুজোর ছুটিতে পড়ার জন্যই এই পত্রিকার জন্ম, তাই পুজোসংখ্যা বললেও খুব ভুল কিছু বলা হয় না। ১২৮০ সনের ১০ই আশ্বিন বৃহস্পতিবার ‘ছুটির সুলভ’ প্রকাশিত হয়েছিল। দাম রাখা হয়েছিল এক পয়সা। তার আগে দুই সপ্তাহে ছুটির সুলভের বিজ্ঞাপন করা হয়েছিল।

১২৮০ বঙ্গাব্দের ১লা আশ্বিন মঙ্গলবার সুলভ সামাচার পত্রিকায় ছুটির সুলভের বিজ্ঞাপনে লেখা হল, “ছুটির সুলভ! আগামী ছুটি উপলক্ষ্যে সুলভের একটি বিশেষ খন্ড বাহির হইবে। উত্তম কাগজ, উত্তম ছাপা। দাম কিন্তু এক পয়সা। মজা করে পড়িতে পড়িতে ঘরে যাও। একটা পয়সা দিয়ে সকলের কিনিতেই হইবে। দেখ যেন কেউ ফাঁকি পোড়ো না।”

এটিই হল বাংলার তথাকথিত পুজো সংখ্যার প্রথম বিজ্ঞাপন। এক সপ্তাহ পরে ৮ই আশ্বিন দ্বিতীয় বিজ্ঞাপন বের হল। তাতে লেখা হল, “আগামী বৃহস্পতিবার ছুটির সুলভ বাহির হইবে। কেমন সুন্দর কাগজ, কেমন পরিষ্কার ছাপা, কেমন মজার ছবি, অথচ সস্তা দাম। ছেলে, বুড়ো, যুবা সকলেই মজা করিয়া ছুটির সুলভ পড়ো। দেখ যেন কেউ ফাঁকি পড়ো না। …কত মজার মজার কথা।” পত্রিকায় ছিল গল্প, প্রবন্ধ, কবিতা। এইভাবেই পথচলা শুরু শারদ সংখ্যার।

ভাষ্য পাঠ: মধুরিমা রায়
সম্পাদনা: মোঃ রবিউল ইসলাম
তথ্য গবেষণা: সৌভিক রাজ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen