পুজোর সময়ে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক নবান্নে

রাজ্যে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পাশাপাশি পুজোর সময়ে আইনশৃঙ্খলা নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

October 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। টেলিফোনেই বৈঠকে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব। রাজ্যে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পাশাপাশি পুজোর সময়ে আইনশৃঙ্খলা নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। 

ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সব এসপি, জেলাশাসক, পুলিস কমিশনার, CMOH দের নানা নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিসের ডিজি, কলকাতার পুলিস কমিশনার,  কলকাতা ও হাওড়া কর্পোরেশন এর কমিশনারও। সার্বিকভাবে পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বুল্যান্স, হাসপাতালের বেড সহ সমস্ত সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, পুজোয় ভিড় নিয়ন্ত্রণে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল, মঙ্গলবার দুপুরে সেই মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে। পর্যবেক্ষণের পর বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য দর্শকশূন্যপুজোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রশাসনের উদ্দেশে জারি হয়েছে একাধিক নির্দেশিকা। জানানা হয়েছে সমস্ত প্যান্ডেলই নো এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত হবে। পাশাপাশি উদ্যোক্তারাও নিয়ম মেনেই মণ্ডপে প্রবেশ করতে পারবেন। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাজ্য। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen