SIR শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হাওড়ার বৃদ্ধের, নেপথ্যে মানসিক চাপ ও আতঙ্ক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২৫: উত্তর ২৪ ও দক্ষিণ ২৪ পরগনার পর এবার হাওড়া। ফের এসআইআর (SIR) শুনানিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম মদন ঘোষ (৬৫)। তিনি ডোমজুড় বিধানসভার চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, নাগরিকত্ব হারানোর ভয়ে গত এক মাস ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডোমজুড়ের বালি জগাছা ব্লক অফিসে এসআইআর শুনানির জন্য নথিপত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন মদনবাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎই তিনি মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। তড়িঘড়ি তাঁকে প্রথমে কোনা গ্রামীণ হাসপাতাল এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, SIR প্রক্রিয়া নিয়ে ভীতির সঞ্চার হয়েছিল বৃদ্ধের মনে। তিনি প্রায়শই আশঙ্কা প্রকাশ করতেন যে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ির লোক অনেক বুঝিয়েও তাঁর সেই আতঙ্ক কাটাতে পারেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাওড়া জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ওই বৃদ্ধকে শুনানিতে ডেকে হেনস্থা করা হয়েছে। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছে তারা। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, এসআইআর নিয়ে রাজ্যে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে শাসকদলই।
উল্লেখ্য, গত কয়েকদিনে জয়নগর ও নৈহাটিতেও এসআইআর শুনানির জেরে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া শুক্রবারই গোপালনগরে বলাই দাস নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাতেও এসআইআর-এর আতঙ্ককেই দায়ী করেছে তাঁর পরিবার। সব মিলিয়ে রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।