১৪ ঘণ্টায় হাওড়া থেকে কামাখ্যা! বন্দে ভারত স্লিপারের সময়সূচি ও স্টপেজ জানাল রেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১: উত্তর-পূর্ব ভারত ভ্রমণের যাত্রীদের জন্য সুখবর। চলতি মাসেই চালু হতে চলেছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেন মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছে দেবে, যা সাধারণ ট্রেনের তুলনায় প্রায় ৩-৬ ঘণ্টা কম সময় নেবে।
রেল মন্ত্রকের দেওয়া সময়সূচি অনুযায়ী, ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং কামাখ্যা পৌঁছাবে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে। ফিরতি পথে, কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে। সপ্তাহে ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে। বৃহস্পতিবার হাওড়া থেকে এবং বুধবার কামাখ্যা থেকে ট্রেনটি চলবে না।
হাওড়া ও কামাখ্যার মধ্যে মোট ১৩টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। স্টেশনগুলি হলো- ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া।
ঘণ্টায় ১৬০ কিমি বেগে চলতে সক্ষম এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস, টু টিয়ার ও থ্রি টিয়ার মিলিয়ে মোট ১১টি কামরা থাকবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ট্রেনে ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। সামনেই পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচন, তার আগে এই দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।