জলশূন্য হাওড়া, আসরে পুরসভার পানীয় জলের গাড়ি

May 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আম্পানের প্রভাবে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। হাওড়া শহরে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পরিষেবা কার্যত বন্ধ। দুর্ভোগে পুর এলাকার বাসিন্দারা। একে বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি তার ওপর জল না পেয়ে সমস্যা আরও বেড়েছে। পুর নিগম সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জল মগ্ন হয়ে গেছে পদ্মপুকুর জল প্রকল্প। জল সরবরাহের বিভিন্ন মেশিন জলে ডুবে যায়। জমা জল সরিয়ে সেগুলো মেরামতির কাজ চলছে।

ঘূর্ণিঝড়ে বেহাল জল প্রকল্প। বুধবারের ঝড় আর ভারী বৃষ্টির পর বেহাল দশা শহরের পদ্মপুকুল জল প্রকল্পের। নিগম সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে বেহাল দশা প্রকল্পের বেশকিছু মেশিন। জমা জল সরিয়ে সেগুলো মেরামতির কাজ চলছে।

শুক্রবার কাজ পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। আমজনতার সমস্যা মেটাতে ইতিমধ্যেই ৫০টি জলের গাড়ির ব্যবস্থা করেছে পুরসভা। তবে প্রয়োজনও আরও বেশি। সে দিকে লক্ষ্য রেখেই জোর গতিতে চলছে প্রকল্প মেরামতির কাজ।

আগামীকাল থেকে জল পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে হাওড়া পুরসভা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা হয়েছে কলকাতার বহু এলাকায়। জল সঙ্কট কাটাতে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছে পুরসভার জলর গাড়ি। হাঁটু জল ভেঙে সেখানেই লাইন দিচ্ছেন হাওড়াবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen