War 2 Trailer: প্রকাশ্যে হৃত্বিক-কিয়ারার ওয়ার ২-এর ট্রেলার
বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি War 2-এর ট্রেলার শুক্রবার সকালে মুক্তি পেয়েছে, আর সেই সঙ্গে নেটদুনিয়ায় শুরু হয়েছে উত্তেজনার ঝড়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি War 2-এর ট্রেলার শুক্রবার সকালে মুক্তি পেয়েছে, আর সেই সঙ্গে নেটদুনিয়ায় শুরু হয়েছে উত্তেজনার ঝড়। হৃত্বিক রোশন (Hrithik Roshan), জুনিয়ার এনটিআর (Jr NTR) এবং কিয়ারা আডবানী (Kiara Advani) অভিনীত এই স্পাই অ্যাকশন থ্রিলার এবার একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছে।
যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) স্পাই ইউনিভার্সে এই সিনেমা একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এবার দুই বীর, কবীর (হৃত্বিক) ও জুনিয়ার এনটিআরের চরিত্র, একে অপরের বিপরীত ভাবনা দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরেছেন।
হৃতিকের চরিত্র কবীর ঘোষণা করেন, “দেশের জন্য আমি সারাজীবন ছায়ার আড়ালে থাকব।” সে তার পরিবার, প্রেম এবং পরিচয় বিসর্জন দিতে চায় – শুধু দেশের জন্য। অন্যদিকে জুনিয়ার এনটিআর বলেন, “আমি এমন এক যুদ্ধ করব যা আগে কেউ করেনি।” সে নিজেকে ধ্বংসের এক অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায়। তাঁর মতে, “হয় আমি মরব, নয়তো মারব – মাঝামাঝি কিছু নেই।”
এমন সংলাপ দেখে প্রথমে মনে হতে পারে যে হৃত্বিক দেশের জন্য লড়বেন আর জুনিয়ার এনটিআর ভিলেন হবেন। কিন্তু ট্রেলারের টুইস্টে দু’জনেই এক সুরে বলেন, “ইন্ডিয়া ফার্স্ট।”
অন্যদিকে কিয়ারার এন্ট্রি নজর কাড়ার মতো। দুর্দান্ত অ্যাকশন স্টান্টের পাশাপাশি হৃতিকের সঙ্গে কিছু রোম্যান্টিক মুহূর্তেও ধরা দেন তিনি।
War 2 মুক্তি পাচ্ছে ১৪ই আগস্ট, ২০২৫ – স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। ফলে সিনেমাটি যে জাতীয়তাবাদের আবেগকে ছুঁয়ে দর্শকদের মন জয় করতে চাইছে, তা স্পষ্ট।