OTT-র সাবস্ক্রিপশন কিনতে গিয়ে লক্ষ টাকা খোয়া গেল!

ঘটনার তদন্ত আরম্ভ করেছে পুলিশ।

August 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
OTT-র সাবস্ক্রিপশন কিনতে গিয়ে লক্ষ টাকা খোয়া গেল!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে গিয়ে প্রায় এক লক্ষ টাকা খোয়া গেল পুরুলিয়ার বাসিন্দা উমেশচন্দ্র দাসের, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ। ঘটনার তদন্ত আরম্ভ করেছে পুলিশ।

৬৫ বছরের উমেশবাবুর বাড়ি পুরুলিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডে। মোবাইলে বাংলা সিনেমার একটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে, ইন্টারনেটে থাকা মোবাইল নম্বরে ফোন করে খোঁজখবর নেন। অজানা ওই মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হয়। তারপর অ্যাপের প্রতিনিধি পরিচয় দিয়ে অন্য একটি নম্বর থেকে উমেশবাবুর মোবাইলে ফোন আসে। প্রতারকের কথামতো অনলাইন একটি পেমেন্ট লিঙ্কে নিজের মোবাইল নম্বরটি দেন উমেশবাবু। তাতেই তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ৯৯ হাজার টাকা কেটে নেওয়া হয়। ঘটনার পরদিন আবার ওই অজানা ব্যক্তি ফোন করে। টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। তারপর আর তার সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। উমেশবাবু পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় এবিষয়ে লিখিত অভিযোগ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen