গঙ্গাসাগর মেলার বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যে রাস্তা নির্মাণ বাংলায়
যে কাজে গঙ্গাসাগর মেলার সময় বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য জমা হয়েছিল, সেগুলোই ব্যবহার করা হবে বিভিন্ন রাস্তা নির্মাণের কাজে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্ষতিকারক প্লাস্টিক ব্যবহৃত হবে উন্নয়ন যজ্ঞে। এই প্রথম দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের কাজ আরম্ভ হল। যে কাজে গঙ্গাসাগর মেলার সময় বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য জমা হয়েছিল, সেগুলোই ব্যবহার করা হবে বিভিন্ন রাস্তা নির্মাণের কাজে। একদিকে রাস্তা শক্তপোক্ত হবে, অন্যদিকে বিটুমিনের খরচও কমানো সম্ভব হবে।
ক্যানিং ২ নম্বর ব্লকের তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতের হোমরা এলাকায় সোমবার কাজের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে ক্যানিং ২ নম্বর ব্লকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। যার ফলে রাস্তা নির্মাণে ৭ থেকে ৮ শতাংশ বিটুমিন কম ব্যবহার করা হবে। গঙ্গাসাগর মেলার পড়ে থাকা বর্জ্য প্লাস্টিককে ব্যবহার করা হবে রাস্তা নির্মাণের জন্য।
জেলাশাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগরে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু মানুষ প্লাস্টিক নিয়ে হাজির হন। তাদের কাছ থেকে সেই প্লাস্টিকগুলো সংগ্রহ করার পর ধুয়ে পরিষ্কার করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে।