বারুইপুরে প্রচারে নুসরত-মিমি, মানুষের ঢল

আগামী ৬ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রের নির্বাচন।

April 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বান্ধবী সাংসদ মিমি চক্রবর্তীর(Mimi Chakraborty) সঙ্গে বারুইপুর পশ্চিমের তৃণমূল (TMC) প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) ভোট প্রচারে এলেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। শনিবার বিকালে বারুইপুরের(Baruipur) পদ্মপুকুর থেকে রাসমাঠ পর্যন্ত হুডখোলা জিপে রোড শো’তে অংশ নেন তাঁরা, ছিলেন প্রার্থীও। প্রচারে এসে আপ্লুত নুসরত জাহান বলেন, আবার বাংলা নিজের মেয়েকেই চায়, তার প্রমাণ মিলেছে আজ। ২ মে নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এখানকার মানুষদের এত ভালোবাসা সন্মান পাচ্ছি, যা দেখে আমি অভিভূত।  


আগামী ৬ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমানবাবু  বিদায়ী বিধানসভার অধ্যক্ষ। রোড শো’র পর বিমানবাবু বলেন, এই র‌্যালিকে ঘিরে এত মানুষের আবেগ, জয় আমাদের নিশ্চিত! এদিন দুই তারকা সাংসদকে দেখতে বারুইপুরের কুলপি রোডে মানুষের ঢল নামে। বহু মানুষ রাস্তায় নেমে এসে অভিবাদন জানান। রাস্তার পাশে বাড়ি থেকে ফুল দেওয়া হয় দুই তারকা সাংসদকে। কখনও হাত নেড়ে, কখনও প্রণাম জানিয়ে মানুষের কাছে বিমানবাবুকে জয়ী করার আহ্বান জানান দুই তারকা সাংসদ। গাড়ির সামনে ভিড় উপচে পড়ে মানুষের। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। উৎসুক কিশোর-কিশোরীর দল মোবাইল নিয়ে এগিয়ে এসে ক্যামেরাবন্দি করেন তাঁদের প্রিয় দুই অভিনেত্রীকে। এদিনের এই র‌্যালি নিয়ে সাংসদ মিমি বলেন, বিমানদা বলামাত্রই আবার প্রচারে এসেছি বান্ধবীকে নিয়ে। মানুষের এত ভিড়,এত উন্মাদনা প্রমান করছে দিদির জয় শুধু সময়ের অপেক্ষা।   

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen