‘ড্রপ’ নই, নিজেই সরে দাঁড়ালাম—BPL বিতর্কে কড়া বার্তা ক্রীড়া উপস্থাপক ঋদ্ধিমা পাঠকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: ভারত বনাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ বিতর্কিত। মুস্তাফিজুর রহমানের বিতর্কের পরে তা আরও চরমে। কিছুদিন আগেই খবর এসেছিল ভারতীয় ক্রীড়া সম্প্রচারক ঋদ্ধিমা পাঠকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)–এর সম্প্রচার প্যানেল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সম্প্রচার প্যানেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) তাঁকে সরিয়ে দিয়েছে—এমন জল্পনা খারিজ করে তিনি স্পষ্ট জানান আমি নিজেই সরে দাঁড়িয়েছি, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক যখন উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন মহলে দাবি উঠেছিল, BPL কর্তৃপক্ষ ঋদ্ধিমাকে প্যানেল থেকে বাদ দিয়েছে। সেই দাবি নাকজ করে তিনি এক বিবৃতিতে বলেন, “আমাকে ‘ড্রপ’ করা হয়েছে—এই তথ্য সঠিক নয়। আমি নিজেই সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশ সবার আগে, এবং ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতা কোনও একটি দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সততা ও সম্মানের সঙ্গে ক্রিকেটকে তুলে ধরাই তাঁর লক্ষ্য এবং ভবিষ্যতেও তিনি খেলাটির নৈতিকতার পক্ষে থাকবেন।
ঋদ্ধিমা পাঠকের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক চাপের মুখে। মঙ্গলবার আইসিসি বাংলাদেশের আবেদন খারিজ করে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি ভারতেই হবে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ এই আবেদন জানিয়েছিল।
এর আগে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করে বিসিসিআই। নিলামে ৯.২ কোটি টাকায় তাঁকে কেনার পর কেকেআর সমালোচনার মুখে পড়ে। বিষয়টি নিয়ে বিসিবি অসন্তোষ প্রকাশ করে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
এই টানাপোড়েনের মাঝেই মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ক্রীড়াজগতের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে ঋদ্ধিমা পাঠকের অবস্থান ও বক্তব্য এখন সংবাদমাধ্যমের বিশেষ নজরে।