‘ক্ষতিপূরণ চাই!’ SSKM থেকে সোজা অ্যাম্বুল্যান্সে বাবাকে নিয়ে নির্বাচন কমিশনে হাজির ছেলে

December 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: হাসপাতালে চিকিৎসাধীন বাবা। ব্রেন স্ট্রোকে শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত। এই অবস্থাতেই এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে সোজা অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বাবাকে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে হাজির হলেন ছেলে। মঙ্গলবার দুপুরে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকল কলকাতা (Kolkata)। পরিবারের দাবি, কমিশনের কাজের চাপেই এই পরিণতি, তাই ক্ষতিপূরণ দিতে হবে কমিশনকেই।

অসুস্থ ওই BLO-র (বুথ লেভেল অফিসার) নাম দেবাশিস দাস। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত। মঙ্গলবার তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সিইও দফতরের সামনে নিয়ে আসেন তাঁর ছেলে এবং পরিবারের সদস্যরা। সেখানেই আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানান তাঁরা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনের (SSR) কাজ চলছিল। সেই সময় বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম (Enumeration form) বিলি এবং তথ্য সংগ্রহের কাজ করছিলেন দেবাশিসবাবু। অভিযোগ, সেই কাজের চলাকালীনই অত্যধিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দেবাশিসবাবুর ছেলে এদিন বলেন, ‘‘বাবা খুব সাধারণ কাজ করতেন। কমিশনের দেওয়া এসআইআরের (SIR) এনুমারেশন ফর্ম বিলির সময় কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এখন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত ছ’মাস সময় লাগতে পারে। বাবা কর্মক্ষমতা হারানোয় আমাদের পরিবার চরম আর্থিক সমস্যায় পড়েছে। তাই বাধ্য হয়ে বাবাকে নিয়ে আজ এখানে এসেছি। আমরা চাই কমিশন চিকিৎসার দায়িত্ব নিক এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিক।’’

বিএলও-দের ওপর কাজের চাপ নিয়ে অভিযোগ এই প্রথম নয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের মেমারিতে নমিতা হাঁসদা নামে এক মহিলা বিএলও কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নামখানার দেবাশিস দাসের এই ঘটনায় ক্ষোভ বাড়ছে বিএলও (BLO) মহলে। পরিবারের তরফে এদিন সিইও দপ্তরে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen