‘নিরাপত্তার অজুহাত অবাস্তব’, BCB-র আবদার উড়িয়ে ভারতকে ক্লিনচিট দিল ICC

January 10, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি আদৌ অংশ নেবে বাংলাদেশ? নাকি রাজনৈতিক ও কূটনৈতিক জট কাটবে না? এই প্রশ্নের মধ্যেই এবার সুর চড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছিল। এবার তা কার্যত ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি স্পষ্ট জানিয়ে দিল, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনও জোরালো যুক্তি বা প্রমাণ বাংলাদেশ পেশ করতে পারেনি।

ঘটনার সূত্রপাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএল চলাকালীন BCCI-এর পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই ইউনুস সরকারের চাপে এবং কার্যত ‘বদলা’ নেওয়ার মানসিকতা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুর চড়াতে শুরু করে বলে অভিযোগ। বিসিবি সিদ্ধান্ত নেয়, নিরাপত্তার অভাব বোধ করায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। এমনকি তাদের নির্ধারিত ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসি-কে চিঠিও দেয় তারা।

তবে বিসিবি-র এই আবদার যে ধোপে টিকবে না, তা পরিষ্কার করে দিয়েছেন আইসিসি-র এক শীর্ষ কর্তা। সংবাদমাধ্যম ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্তা জানান, ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। তিনি বলেন, “ম্যাচ এক দেশ থেকে অন্য দেশে সরাতে গেলে বৈধ এবং জোরালো কারণ দর্শাতে হয়। নিয়ম অনুযায়ী, অভিযোগকারী দেশকে আগে সেই স্থানে নিজস্ব নিরাপত্তা প্রতিনিধি দল (সিকিউরিটি টিম) পাঠাতে হয়। তাদের রিপোর্টের ভিত্তিতেই আবেদন করা যায়। বাংলাদেশ এ ধরণের কোনো পদক্ষেপই করেনি।”

আইসিসি সূত্রের খবর, কোনো রকম সরেজমিনে তদন্ত বা পরিস্থিতি না খতিয়েই কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে এত বড় টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। আইসিসি কর্তার সংযোজন, “বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে ভারতের রেকর্ড অত্যন্ত ভালো। সেখানে দাঁড়িয়ে বিশেষ দল পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে না দেখেই কীভাবে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা যায়?”

ক্রিকেট মহলের একাংশের মতে, ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করতেই এমন অবাস্তব দাবি তুলেছে বাংলাদেশ। আইসিসি-কে দেওয়া চিঠিতে বিসিবি লিখেছিল, ‘ভারতের বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই পরিস্থিতিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen