ভারতেই খেলতে হবে, নইলে পয়েন্ট কাটা যাবে! বাংলাদেশকে কড়া বার্তা ICC-র

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বুধবার বাংলাদেশের অনুরোধ খারিজ করে দিয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যু থেকে তাদের ম্যাচ সরানোর প্রস্তাব। স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসি—নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে, না হলে পয়েন্ট হারানোর পাশাপাশি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মূলত সাম্প্রতিক ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগ থেকেই এই বিতর্কের সূত্রপাত। রাজনৈতিক অস্থিরতা, ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক অসন্তোষ এবং আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ভিসা জটিলতা—সব মিলিয়েই পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে ৯.২ কোটি টাকার চুক্তি বাতিল করানোর সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা চরমে ওঠে। বিসিসিআইয়ের তরফে ‘চারপাশের পরিস্থিতির উন্নয়ন’ সংক্রান্ত অস্পষ্ট ব্যাখ্যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে।

এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানায়, বর্তমান কূটনৈতিক অবস্থার কারণে তারা ভারতে জাতীয় দল পাঠাতে নিরাপদ বোধ করছে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে পাঠানো ই-মেলের লিখিত জবাব চেয়ে বিষয়টি আরও জোরালো করেন। পাশাপাশি প্রতিক্রিয়াস্বরূপ, বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হয়।

সূচি অনুযায়ী, বাংলাদেশকে কলকাতায় তিনটি ম্যাচ খেলতে হতো—ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সহ—এবং নেপালের বিরুদ্ধে একটি ম্যাচ ছিল মুম্বইয়ে। আইসিসির কোর টিম শ্রীলঙ্কায় ম্যাচ সরানো, নিরাপত্তা পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল পাঠানো কিংবা চরম সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়ার মতো বিকল্প নিয়ে আলোচনা করে। সময়ের অভাব ও লজিস্টিক সমস্যার কারণে শেষ পর্যন্ত তৃতীয় পথেই হাঁটল আইসিসি।

এখন নজর বাংলাদেশের প্রতিক্রিয়ার দিকে—চাপের মুখে তারা খেলতে রাজি হবে, নাকি আরও বড় সিদ্ধান্তের পথে এগোবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen