ভাঙছে ICC-JioHotstar চুক্তি! কোথায় দেখবেন T-20 WorldCup?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৮: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নিজের দেশের মাটিতে লড়াইয়ে নামবে। কিন্তু খেলার সম্প্রচার নিয়ে সংশয় তৈরি হয়েছে। আইসিসি-র সঙ্গে চুক্তি ছিন্ন করতে চাইছে সম্প্রচার-সংস্থা জিওহটস্টার। তাতেই বাড়ছে অনিশ্চয়তা। কারণ হিসাবে আর্থিক ক্ষতিকে দায়ী করছে জিওহটস্টার।
জিওহটস্টারের সঙ্গে ২০২৭ পর্যন্ত ক্রিকেট নিয়ামক সংস্থার (ICC) চুক্তি আছে। যার মূল্য ৩ বিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি। চুক্তির মেয়াদ এখনও দুই বছরের বেশি বাকি। ২০২৪ সালে চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত ছিল, ফি বছর অন্তত একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তা সম্ভব হয়নি। জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে জিওহটস্টারের ১২,৩১৯ কোটি টাকা ক্ষতি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে ক্ষতির বহর দ্বিগুণ হয়, অর্থাৎ ২৫,৭৬০ কোটি টাকা।
এবার বিশ্বকাপের আগেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে করতে চাইছে জিওহটস্টার। আইসিসিও পদক্ষেপ করছে। আইসিসি ২০২৬-২৯, তিন বছরের জন্য চুক্তির মূল্য কমিয়ে ২.৪ বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ১৬ হাজার কোটি টাকা করেছে। কিন্তু কোনও সংস্থা আগ্রহ দেখাচ্ছে না। আইসিসি ইতিমধ্যে সোনি পিকচারস, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমকে দুই বছরের স্বত্বের জন্য যোগাযোগ করছে। কেউই উৎসাহ দেখায়নি বলে খবর। সোনির কাছে বিদেশের মাটিতে ভারতের খেলার স্বত্ব থাকে। তাতে তারা লাভবান হয় না বলেই জানা যাচ্ছে। নেটফ্লিক্স খেলাধুলোর সঙ্গে যুক্ত নয়। ফলে পরিস্থিতি অথৈ জলে।