বন্ধ হয়ে গেল নেতাজির স্মৃতি বিজড়িত রক্সি সিনেমা হল
হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও বাঁচানো গেল না কলকাতার আইকনিক সিনেমা হল রক্সিকে। ১২ই মার্চ থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল।
হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও বাঁচানো গেল না কলকাতার আইকনিক সিনেমা হল রক্সিকে। ১২ই মার্চ থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল।

১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এই ছবি দেখতে রক্সিতে গিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাসচন্দ্র বসু। ১৯০৮-০৯ সালে অপেরা হাউজ হিসেবে পথ চলা শুরু করেছিল রক্সি। তখন তার নাম ছিল এম্পায়ার থিয়েটার। চল্লিশের দশকের শুরুতেই তা পরিবর্তিত হয়ে সিনেমা হলে পরিণত হয়। রক্সিতে প্রদর্শিত প্রথম ছবি ছিল তত্কালীন সুপারস্টার অশোক কুমার অভিনীত ‘নয়া সংসার’।
মাল্টিপ্লেক্সের রমরমায় এর আগে কলকাতার একধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। মেট্রো, লাইট হাউস, গ্লোব, জ্যোতির পর এবার সেই তালিকায় নাম লেখাল রক্সিও। এই সিনেমা হলের ওপরের গম্বুজটি ব্রিটিশ স্থাপত্য অনুকরণে তৈরি হয়। এই গম্বুজটি রক্সি সিনেমার বাড়িটিকে একটা আলাদা পরিচিতি এনে দিয়েছিল।