ভোট আসতেই সক্রিয় সিবিআই, এবার নোটিস পার্থকে

আগামী ১৩ সেপ্টেম্বর, সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

September 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইকোর মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ফের নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৩ সেপ্টেম্বর, সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
আইকোর মামলায় এর আগেও এক বার পার্থকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পার্থ। সেই পুজো কমিটিতেই আইকোর সংস্থা থেকে টাকা এসেছিল বলে অভিযোগ ওঠে। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পার্থকে। কিন্তু সেই সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি শিল্পমন্ত্রী। ফের এক বার তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা।

ইতিমধ্যেই কয়লা পাচার-কাণ্ডে সোমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরা শেষে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। এখন দেখার সিবিআই দফতরে পার্থ হাজিরা দেন কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen