IFA Shield 2025: কবে মাঠে নামবে ইস্ট-মোহন? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
October 4, 2025
|
< 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (IFA Shield)। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ২০২৫ সালের এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে এবারের আসর। তবে গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) মুখোমুখি হচ্ছে না, কারণ দুই দলকে রাখা হয়েছে আলাদা গ্রুপে। ফলে ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ফাইনালে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের শিল্ড। খেলা শহরের মধ্যেই আয়োজন করার চেষ্টা চলছে, যাতে সমর্থকরা মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন।