বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনাগর পুরষ্কার’ জয় IISER-এর দিব্যেন্দু দাশের

রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দাশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশেষ করে সিস্টেমস কেমিস্ট্রি নামক উদীয়মান ক্ষেত্রে পথপ্রদর্শক অবদানের জন্য। তাঁর গবেষণাগার জীবনের সদৃশ কার্যাবলী কীভাবে সরল রসায়নিক উপাদান থেকে উদ্ভূত হতে পারে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।
দিব্যেন্দু দাশের গবেষণা মূলত এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে: কীভাবে জীবনের সদৃশ পদার্থ কৃত্রিমভাবে তৈরি করা যায়, “লাইফ ২.০” কী ল্যাবরেটরিতে বাস্তবায়ন করা সম্ভব, এবং কীভাবে রসায়ন জীবনের উৎপত্তি সম্পর্কিত রহস্য উদঘাটনে সাহায্য করতে পারে।
আগের বছরগুলোতে IISER কলকাতার আরও কিছু শিক্ষকমণ্ডলী এই সম্মান অর্জন করেছেন, যার মধ্যে রয়েছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (২০০৩, পদার্থবিজ্ঞান), বিশ্বরূপ মুখোপাধ্যায় (২০০৩, পদার্থবিজ্ঞান), স্বাধীন কুমার মণ্ডল (২০১৮, রসায়ন বিজ্ঞান) এবং রাহুল বন্দ্যোপাধ্যায় (২০১৮, রসায়ন বিজ্ঞান)। তাঁদের সকলেরই উদ্ভাবনী গবেষণা স্বীকৃত হয়েছে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের মাধ্যমে।