‘এখানেই আছি, এসে ধরো’, মাদুরো-কাণ্ডের পর এবার ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

January 6, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে Nicolas Maduro) মার্কিন মুলুকে তুলে নিয়ে ঘটান বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। সেই ঘটনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো (Gustavo Petro)। মাদুরো-কাণ্ডের পর মার্কিন প্রশাসনের তীব্র নিন্দা করে পেট্রোর সাফ বার্তা, ‘‘আমি এখানেই আছি। এসে আমাকে নিয়ে যান!’’ একইসঙ্গে ট্রাম্পকে ‘কাপুরুষ’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

কলম্বিয়ার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন বেশ কিছুদিন ধরেই চলছে। মাদুরোকে গ্রেপ্তারের পরেই ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া (Colombia), মেক্সিকো এবং কিউবার উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর নাম উল্লেখ করে ট্রাম্প সরাসরি অভিযোগ করেন, ‘‘ওঁর (পেট্রো) কোকেন তৈরির একাধিক কারখানা রয়েছে। সেখান থেকে আমেরিকায় মাদক পাচার করা হচ্ছে। এবার পেট্রোকেও শিক্ষা দিতে হবে।’’

ট্রাম্পের এই হুমকির দু’দিনের মাথাতেই সোমবার পাল্টা জবাব দিলেন পেট্রো। তিনি বলেন, ‘‘আমি কলম্বিয়াতেই আপনার জন্য অপেক্ষা করছি। ওরা (মার্কিন সেনা) যদি বোমা মারে, তার জবাব দেবে গেরিলা বাহিনী। আর যদি তারা কলম্বিয়ার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে চায়, তবে দেশবাসীর মধ্যে সুপ্ত জানোয়ারকে জাগিয়ে তুলবে।’’

প্রেসিডেন্ট হওয়ার আগে গুস্তাভো পেট্রো কলম্বিয়ার সেনাবাহিনীর গেরিলা বিভাগের অফিসার ছিলেন। ট্রাম্প প্রশাসনকে নিজের সেই অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘আমি জীবনে আর কোনও দিন অস্ত্র স্পর্শ না-করার শপথ নিয়েছিলাম। কিন্তু দেশের জন্য প্রয়োজনে আমি আবার অস্ত্র হাতে তুলে নেব।’’

প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সেফ হাউস থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলে বন্দি তিনি। মাদুরোকে গ্রেপ্তারের পর হোয়াইট হাউসের তরফে একটি পুরনো ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মাদুরোকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমায় ধরতে এসো। মিরাফ্লোরেসে অপেক্ষা করছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen