ধেয়ে আসছে তৃতীয় ঢেউ, এখনই জমায়েতে না বিশেষজ্ঞদের

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ২৫ জুলাই থেকে কানওয়ার যাত্রার অনুমতি দিয়েছে।

July 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনার (Corona) হাড়কাঁপানো দ্বিতীয় ঢেউ সবেমাত্র কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দেশে কমেছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যেই অনেকে ভিড় শুরু করেছেন পর্যটন কেন্দ্রে। কোভিড বিধি উড়িয়ে চলছে দেদার হুল্লোর। ধর্মীয় অনুষ্ঠানেও রাস্তায় নামছেন মানুষ। এমন অবস্থায় তৃতীয় ঢেউ (Third Wave) অবশম্ভাবী এবং আসন্ন  বলে মনে করছেন চিকিৎসকরা। তাই এখনই কোনও ঢিলেমি নয়। নয় কোনও অনুষ্ঠান বা জময়েত। সব রাজ্য সরকার ও কেন্দ্রকে এমনই পরামর্শ দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।

দেশে এখনই কোনও রাজনৈতিক জমায়েত (Social Gathering) বা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভিড় না করার অবেদন জানানো হয়েছে। রথযাত্রার প্রেক্ষাপটে আইএমএ-র সভাপতি ডাঃ জে ও জয়ালাল বলেন, ‘এই মুহূর্তে যে কেনও অনুষ্ঠান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুপার স্প্রেডার হয়ে দেখা দিতে পারে।’ তাদের মতে আর কয়েক মাস অন্তত এই ধরনের অনুষ্ঠান, জমায়েত করা উচিত নয়। জমায়েতের ব্যাপারে কেন্দ্রকে নতুন করে ভেবে দেখতে অনুরোধ করেছে আইএমএ। টিকাকরণ সম্পূর্ণ না করে জমায়েতে ছাড় দেওয়া উচিত নয়। সোমবার রথযাত্রা উপলক্ষে পুরী ও হায়দরাবাদে রথ রেব করা হয়। তবে তা ছিল জনশূন্য। সামনেই শ্রাবণ মাস। লক্ষ লক্ষ ভক্ত জল নিয়ে শিব মন্দিরে যান। দেশের সব রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ডে হরিদ্বারে জল ভরতে যান পুণ্যার্থীরা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ২৫ জুলাই থেকে কানওয়ার যাত্রার অনুমতি দিয়েছে। যোগী আদিত্যনাথ কোভিড প্রোটোকল মেনে যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে কানওয়ার যাত্রা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি উত্তরাখণ্ড সরকার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, ১৫ দিনে এক কোটির বেশি পুণ্যার্থীর আসেন এই রাজ্যে। মানুষের জীবন আগে। সে দিকে লক্ষ রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সব অনুষ্ঠানের সাফ বিপক্ষে আইএমএ।   

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen