বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ভারতের UPI, স্বীকৃতি দিল আইএমএফ

December 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৯: ডিজিটাল ভারতের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় ভারতকে বিশ্বসেরার তকমা দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ (IMF)। সোমবার সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইএমএফ স্বীকার করে নিয়েছে যে ভারতের ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই (UPI) বর্তমানে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম।

সোমবার লোকসভায় এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য পেশ করেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের জুন মাসের আইএমএফ রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি মিলেছে। ইউপিআই বর্তমানে গ্লোবাল পেমেন্ট ব্যবস্থায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে।

মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ‘এসিআই ওয়ার্ল্ডওয়াইড’-এর ২০২৪ সালের রিপোর্টে দেখা গেছে, ভারতে ইউপিআই-এর মাধ্যমে ১২৯.৩ বিলিয়ন লেনদেন হয়েছে। চমকপ্রদ তথ্য হলো, গোটা বিশ্বের রিয়েল টাইম পেমেন্ট বাজারের প্রায় ৪৯ শতাংশই এখন ভারতের দখলে। এই তালিকায় ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড এবং চীন।

সরকারের তরফে জানানো হয়েছে, এই সাফল্য একদিনে আসেনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর নিরলস প্রচেষ্টায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ডিজিটাল লেনদেনে (digital transactions) অভ্যস্ত হয়ে উঠেছেন। খুচরো ব্যবসায়ীরা যাতে সহজে ডিজিটাল পেমেন্ট (Digital Payment) গ্রহণ করতে পারেন, তার জন্য লাগাতার পদক্ষেপ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই ব্যবস্থা চালু করে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেমেন্ট অ্যাপগুলিকে একটি ছাতার তলায় নিয়ে এসেছে। গুগল পে (Google Pay), ফোনপে (PhonePe), পেটিএম (Paytm) বা ভীম (BHIM)-এর মতো অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে লেনদেন করতে পারেন। বর্তমানে মুদি দোকান থেকে শপিং মল, সর্বত্র কিউআর (QR) কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করা ভারতীয়দের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen