নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইম্পিচমেন্ট রাজ্যসভায় গৃহীত হয়নি, বল এখন স্পিকার বিড়লার কোর্টে
ফলে গোটা প্রক্রিয়াটি বাতিল করা হচ্ছে। রাজ্যসভার নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা যাবে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: নগদকাণ্ডে অভিযুক্ত ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার (Yashwant Varma) বিরুদ্ধে ঘুষের অভিযোগে ইম্পিচমেন্ট (Impeachment) রাজ্যসভায় (Rajya Sabha) গৃহীত হয়নি। সূত্রের খবর, এই প্রক্রিয়া এবার লোকসভা থেকে শুরু হবে সরকারি উদ্যোগে। লোকসভা স্পিকার ওম বিড়লা বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করবেন। অভিযোগে পর্যাপ্ত ভিত্তি মিললে, সেই কমিটি অপসারণের সুপারিশ করতে পারে।
যশবন্ত বর্মার ইমপিচমেন্ট (বরখাস্ত) নিয়ে রাজ্যসভায় বিরোধী সাংসদদের আনা প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন তিনি। শুরু হয়েছিল সই সংগ্রহ অভিযান কিন্তু উপরাষ্ট্রপতি (এবং পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান) পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফার পরে সেই প্রক্রিয়া বাতিল হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে প্রয়োজনীয় সংখ্যক রাজ্যসভা সাংসদের সই বা রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের অনুমোদন মিললেও পরবর্তী সাংবধানিক প্রক্রিয়া শুরুর জন্য আনুষ্ঠানিক ভাবে সেটি সংসদের উচ্চকক্ষে পেশ করা হয়নি। ফলে গোটা প্রক্রিয়াটি বাতিল করা হচ্ছে। রাজ্যসভার নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা যাবে না। প্রসঙ্গত, বুধবার নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে।