শিলিগুড়িতে জমির দলিল পেল ১৬৬টি উদ্বাস্তু পরিবার

এদিন দশরথপল্লিতে অনুষ্ঠান করে তাঁদের হাতে জমির দলিল তুলে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ। সংশ্লিষ্ট দপ্তরের অফিসাররা ছাড়াও অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী, তৃণমূল নেতা দুলাল দত্ত উপস্থিত ছিলেন।

December 18, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

শিলিগুড়িতে জমির অধিকার পেল ১৬৬টি উদ্বাস্তু পরিবার। বিগত বামফ্রন্ট জমানা থেকে লড়াই চালানোর পর বৃহস্পতিবার তাঁরা জমির দলিল পান। এদিন আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ওই দলিল তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিধানসভা ভোটের আগে উদ্বাস্তু ভোট ব্যাঙ্ক কব্জা করতেই তৃণমূল এমন উদ্যোগ নিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূল (Trinamool) অবশ্য তা মানতে নারাজ। বিধানসভা ভোটের মুখে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

শিলিগুড়ি (Siliguri) শহরে উদ্বাস্তু কলোনিগুলির মধ্যে জনতানগর কলোনি অন্যতম। তা শহরের ৪৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখানকার বাসিন্দাদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকে অন্যের দোকানে কাজ করেন। দীর্ঘ ৩০-৪০ বছর ধরে তাঁরা এখানে বসবাস করছেন। এদিন দশরথপল্লিতে অনুষ্ঠান করে তাঁদের হাতে জমির দলিল তুলে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ। সংশ্লিষ্ট দপ্তরের অফিসাররা ছাড়াও অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী, তৃণমূল নেতা দুলাল দত্ত উপস্থিত ছিলেন।

পর্যটনমন্ত্রী বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে বসবাস করলেও এই কলোনির বাসিন্দাদের কাছে জমির দলিল নেই। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। এরপর বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গ আলোচনা করে ওই বাসিন্দাদের জমির অধিকার প্রদান করা হল। এদিন ১৬৬টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়েছে। এখন তাঁরা সরকারি সমস্ত সুযোগ-সুবিধা সহজেই পাবেন। পাশাপাশি, ব্যবসা-বাণিজ্য ও গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণ পেতেও তাঁদের সমস্যা হবে না।

এনিয়ে স্থানীয় বাসিন্দারাও উচ্ছ্বসিত। তাঁদের একাংশ বলেন, দীর্ঘদিন ধরে এই উদ্বাস্তু কলোনিতে বসবাস করছি। গত বামফ্রন্ট সরকারের আমল থেকে জমির অধিকারের জন্য লড়াই করছি। এখন নিশ্চিন্তে ঘুমতে পারব। কারণ, এতদিন এনআরসি ও সিএএদর আতঙ্কে ঘুমতে পারছিলমা না।

বিধানসভা ভোটের মুখে তৃণমূল উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, গত লোকসভা ভোটে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেন এই উদ্বাস্তুরা। বিধানসভা ভোটের আগে তাঁদের মন গলাতেই তৃণমূল এমন উদ্যোগ নিয়েছে।

সিপিএম নেতা দিলীপ সিং বলেন, এটা ভোটের আগে বস্তিবাসীকে বোকা বানানো ছাড়া কিছু নয়। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির নেতা তথা ৩৮ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটার দুলাল দত্ত অবশ্য বলেন, এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিগত বামফ্রন্ট সরকার পারেনি। আমাদের পর্যটনমন্ত্রী তাঁদের জমির অধিকার পাইয়ে দিয়েছেন। আরও কয়েকশো বাসিন্দাকে জমির দলিল দেওয়া হবে। এরপর এই কলোনিকে আদর্শ কলোনিতে রূপায়িত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen