Bihar Election: ‘মমতা মডেলে’ তেজস্বী কংগ্রেসকে বোঝালেন তিনিই জোটের ‘দাদা’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৪০: রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, বঙ্গে ভোট হয় মমতার মুখে। অন্তত শেষ দুই দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) বঙ্গ রাজনীতির অভিমুখ ঠিক করেন। তিনিই নিয়ন্ত্রক। এবার মমতার দেখানো পন্থা অবলম্বন করলেন লালু-পুত্র।
২০২১ বিধানসভা নির্বাচনের সময় গোটা বাংলায় প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তিতেই বাজি ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন সব আসনে তিনিই প্রার্থী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। ভোটমুখী বিহারে দাঁড়িয়ে বললেন, “বিহারের ২৪৩ আসনে আমিই প্রার্থী। আপনারা ভোট দিন তেজস্বীর মুখ দেখে।”
বিহারে ইন্ডিয়া জোটের মুখ তেজস্বী। তবে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেনি কংগ্রেস (Congress)। যদিও আরজেডি (RJD) এবং তেজস্বী নিজেকে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে প্রচার করছেন। অতিসম্প্রতি এক জনসভা থেকে তেজস্বী বলেন, “বিহারের জনতাকে বলব প্রার্থী নয়, আমার মুখ দেখে ভোট দিন।”
ভোটদাতাদের পাশাপাশি মহাজোটের শরিকদের জন্যও কি বার্তা দিলেন তেজস্বী?
বিহারের আসনরফা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরে টানাপোড়েন চলেছে। ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি ও বামেদের সঙ্গে জোটে লড়েছিল কংগ্রেস। আরজেডি ও বামেরা ভালো ফল করলেও কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। ৭০ আসনে লড়ে মাত্র ১৭টি জেতে কংগ্রেস। ২০২৪-র লোকসভা ভোটেও বিহারে সুবিধা করতে পারেনি হাত শিবির। তেজস্বীরা এবার কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ। এবারও ৭০ আসনই চাইছে কংগ্রেস। আরজেডি কংগ্রেসকে খুব বেশি হলে ৫০-৫২ আসন ছাড়তে তৈরি। তেজস্বী ভরা সভায় বার্তা দিয়ে রাখলেন তিনিই মুখ। তাঁর মুখেই ভোট হবে অর্থাৎ তেমন পরিস্থিতির উদয় হলে একা লড়বে আরজেডি।