অর্জুনের পাট বিদ্রোহের জের, ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক

পাটশিল্পের সমস্যা নিয়ে বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

May 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পাটশিল্পের সমস্যা নিয়ে বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh)। আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিল বস্ত্রমন্ত্রক। ওই বৈঠক ফলপ্রসূ না হলে আন্দোলনের পথ থেকে সরবেন না বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ।

পাটশিল্পের দুরবস্থা নিয়ে দিনকয়েক ধরে ‘বিদ্রোহী’ অর্জুন সিং। বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন। পাটশিল্পের সমস্যার কথা বললেও কেন্দ্রীয় মন্ত্রী কর্ণপাত করেননি বলে অভিযোগ তুলেছিলেন তিনি। লাগাতার আন্দোলন প্রশমনে শনিবার দিল্লিতে তলব করা হয় তাঁকে। সেই মতো দিল্লিতে যান বারাকপুরের সাংসদ। দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে। এরপর সোমবার বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ। প্রায় ঘণ্টাখানেক কথা হয় দু’জনের।

বৈঠক সেরে বেরিয়ে খোদ অর্জুন সিংয়ের গলাতেই শোনা যায় সমস্যা সমাধানের ইঙ্গিতের আশা। তিনি জানান, পাটশিল্পের সমস্যা সমাধানে আগামী ৯ মে দিল্লিতে ফের বৈঠকের ডাক দিয়েছে বস্ত্রমন্ত্রক। ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবে বস্ত্রমন্ত্রক, রাজ্য সরকার এবং পাটশিল্পের সঙ্গে জড়িত প্রতিনিধিরা। ওই বৈঠকেই সমস্যা মিটবে বলে আশা। আগামী ৯মে পর্যন্ত কোনও আন্দোলন যে হবে না তা জানিয়েছেন অর্জুন সিং। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ। ইচ্ছাকৃতভাবে পাটশিল্পে সমস্যা সমাধান করা হয়নি বলেই দাবি তাঁর।

উল্লেখ্য, বঙ্গ বিজেপি নেতাদের ‘বিদ্রোহে’ কার্যত বিব্রত গেরুয়া শিবির। সেই তালিকায় নবতম সংযোজন অর্জুন সিং। বারাকপুরের বিজেপি সাংসদের দলবদলের জল্পনাও মাথাচাড়া দিয়েছে। যদিও দলবদলের জল্পনা বারবারই এড়িয়ে গিয়েছেন অর্জুন সিং। তবে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছে জোর আলোচনা। ত্রিপাক্ষিক বৈঠকের পরই জল্পনার অবসান হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen